Logo
Logo
×

খেলা

পাবনায় স্কয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্রীড়ায় মুগ্ধ ব্রাজিল ভুটানের রাষ্ট্রদূত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পাবনায় স্কয়ার গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়ায় নৈপুণ্য দেখে মুগ্ধ ব্রাজিল ও ভুটানের রাষ্ট্রদূত। শনিবার পাবনা শহরের শালগাড়িয়ায় স্কয়ার কিন্ডারগার্টেন ও স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোও তাবজারা ডি ও ভুটানের রাষ্ট্রদূত সোনাম টবডেন রবীগি। স্কয়ার গ্রুপের পরিচালক মাছরাঙা টিভি এবং স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর আমন্ত্রণে দু’দেশের রাষ্ট্রদূত পাবনায় আসেন। প্রতিযোগিতার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন অঞ্জন চৌধুরী পিন্টু। উদ্বোধন করেন স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ বজলুর রশিদ। প্রতিযোগিতায় স্কুলের ৩৫০ জন প্রতিযোগী বেলুন দৌড়, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, লংজাম্প, মেমরি টেস্ট, যেমন খুশি তেমন সাজোসহ ৩৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ছিল বাজনা থামলে বালিশ কোথায় এবং শিক্ষকদের জন্য ফুটবল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রামগঞ্জে ক্রীড়া : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর মিজানুর রহমান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোববার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মিল্কভিটার পূর্বাঞ্চলের সাবেক পরিচালক হাজী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্কেল এসপি পংকজ কুমার দেবনাথ, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। রামগঞ্জ প্রতিনিধি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম