১৯ দল নিয়ে তৃতীয় বিভাগ ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুটি গ্রুপে ১৯ দলকে নিয়ে আজ শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লীগের প্রথম পর্ব। ১৪ মার্চ প্রথম পর্বের খেলা শেষে দু’গ্রুপ থেকে পাঁচটি করে দল সুপার লীগে উঠবে। সুপার লীগের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পাঁচটি দল দ্বিতীয় বিভাগে খেলবে। লীগের সব ম্যাচ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ক-গ্রুপে রয়েছে আরামবাগ ফুটবল একাডেমি, যাত্রাবাড়ী ঝটিকা সংসদ, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, গুলবাগ আরাফ স্পোর্টিং ক্লাব, কদমতলা সংসদ, গভ: প্রিন্টিং প্রেস এস অ্যান্ড আরসি, রেইনবো অ্যাথলেটিক ক্লাব, মীরহাজীরবাগ স্পোর্টিং ক্লাব, দিপালী যুব সংঘ ও জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র। খ-গ্রুপে খেলবে লালবাগ স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুবদল, সিটি ইউনাইটেড ক্লাব, ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ, কল্লোল সংঘ, টাঙ্গাইল ফুটবল একাডেমি, সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব, নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব ও দি মুসলিম ইন্সটিটিউট।