শামসুল হক টুকু-পলক ও সৈকত গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় তাদের গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এসএমএসে তিনজনকে গ্রেফতারের তথ্য জানানো হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুল রহমানের পাঠানো এসএমএসে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের পল্টন থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে পালানোর সময় জুনাইদ আহমেদ পলককে আটক করার খবর প্রচারিত হয়েছিল। একই দিন বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বরাত দিয়ে গণমাধ্যমে সে তথ্য প্রচার হয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়েছিলেন। এরপর হঠাৎ করেই বুধবার রাতে ডিএমপি থেকে জানানো হয় নিকুঞ্জ থেকে গ্রেফতার করা হয়ছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ৫ আগস্ট দুপুরে অতি গোপনে ভারতে পালিয়ে যান। এর পরপরই সরকারের মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান।