এক শ্রেণির মানুষ নিজেরা রাষ্ট্র হয়ে উঠেছে: রেহমান সোবহান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশে এক শ্রেণির মানুষের বিকাশ হয়েছে, যারা শুধু রাষ্ট্রকে হাতের মুঠোয় নেয়নি, নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছে। রোববার ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। সমাজ গবেষণা কেন্দ্র এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে।
রেহমান সোবহান বলেন, তাদের নিয়ে কিছু করাও কঠিন। কারণ এই শ্রেণিটি এখন আমলাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির সময় আমরা যাকে মধ্যবর্তী শাসনব্যবস্থা হিসাবে শ্রেণিবদ্ধ করেছিলাম, তা এখন পূর্ণাঙ্গ পুঁজিবাদী শাসনব্যবস্থায় পরিণত হয়েছে। আর শুধু সাধারণ পুঁজিপতিরা নয়, বরং ওই বিশেষ শ্রেণির একটি অংশ সম্পূর্ণভাবে রাষ্ট্রকে হাতের মুঠোয় নিয়েছে।
খেলাপি ঋণের সংস্কৃতি সুদহার নির্ধারণে একটি বিকৃতি তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই ঋণ দেওয়ার প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে একটি শ্রেণিকে ঋণ দেন, তাহলে সেই পৃষ্ঠপোষকতা রাজনৈতিক সম্পদে পরিণত হয়। তখন ঋণ যেন আদায় না হয় তা নিশ্চিত করতে ওই রাজনৈতিক সম্পদ ব্যবহৃত হয়।
তিনি আরও বলেন, এতে ওই শ্রেণি আরও ক্ষমতাশীল হয়ে ওঠে। এরপর তারা রাজনৈতিক সক্ষমতা ও শক্তি অর্জন করে। তারপর একটি মনগড়া পুঁজিবাদী শ্রেণি থেকে পুরোপুরি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পুঁজিবাদী শ্রেণির বিকাশ হয়। যারা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে।