Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংসদে পঙ্কজ নাথ

দুর্নীতির কারণে লাভের গুড় পিঁপড়ায় খায়

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র সংসদ-সদস্য পঙ্কজ নাথ বলেছেন, দুর্নীতির কারণে লাভের গুড় পিঁপড়ায় খায়। প্রধানমন্ত্রীর সদিচ্ছা, আন্তরিকতা-এ লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। শিক্ষা খাতে চলছে ডিজি কিংবা মন্ত্রণালয়কেন্দ্রিক বদলি বাণিজ্যের তদবির আর ট্রেনিংয়ের সিন্ডিকেট। সেই সিন্ডিকেট ভাঙা দরকার। বুধবার জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল-২০২৪ পাশের সময় এর ওপর জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পঙ্কজ নাথ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি গ্রামের মানুষ, আমার চরে কেউ (শিক্ষক) থাকতে চান না। এক বছরের বেশি রাখতেই পারি না। বদলিটা যেন যত্রতত্র না হয়। ঢাকায় এসে তদবির করে অনেকে বদলি হয়ে যান। এটি বন্ধ করতে হবে। না পারলে লাভের গুড়, প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে শেষ করে দেবেন এ দুর্নীতিবাজেরা আর শিক্ষকেরা। পঙ্কজ নাথ বলেন, দক্ষ ও পরিশ্রমী শিক্ষকদের প্রণোদনা দিতে হবে। প্রতিটা উপজেলায় একটি করে আবাসিক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

পঙ্কজ নাথ বলেন, আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূলের পর্যায়ের শিশুদের যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন। তিনি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছেন। যে গ্রামে বিদ্যালয় নেই, খুঁজে বের করে দিয়েছেন, চরাঞ্চলে স্কুল দিয়েছেন, প্রশিক্ষণের আয়োজন করেছেন। সন্তানকে স্কুলে পাঠানো মায়ের মোবাইল অ্যাকাউন্টে নীরবে গোপনে মাসে দেড়শ টাকা চলে যায়, সেটিও প্রধানমন্ত্রী করেছেন। শিক্ষার প্রতি তার যে অনুরাগ, সেটিরই বহিঃপ্রকাশ এটি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যাতে ব্যর্থতায় পর্যবশিত না হয়, সেদিকে নজর রাখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম