Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বেকারি পণ্য নিয়ে সাদিক অ্যাগ্রোর জালিয়াতি নিশ্চুপ ভোক্তা অধিকার

এক বাটারবন ৭৪ টাকা

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গরু ও ছাগলের দামের পর এবার বেকারি পণ্য নিয়ে জালিয়াতির তথ্য মিলেছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। বেকারির প্রতিটি পণ্য আকাশছোঁয়া দামে বিক্রি করলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিশ্চুপ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনতা।

রোববার সরেজমিন রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ঘুরে দেখা যায়, তাজমহল রোড খেলার মাঠের উলটো পাশে সাদেক অ্যাগ্রোর ফাস্টফুডের দোকান। দোকানজুড়ে থরে থরে সাজানো বাটারবন, সমুচা, শিঙাড়া, পেটিসসহ নানা রকম বেকারি পণ্য। পাশাপাশি মিষ্টি, দই, মাঠা, টোস্ট, কেকসহ বিভিন্ন ফাস্টফুড আইটেম রয়েছে। প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বী।

দোকানটিতে একেকটি বাটারবন বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। এ ছাড়াও কলিজার শিঙাড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৯৪ টাকা ৫০ পয়সায়। গরুর মাংসের সমুচা প্রতিটি ৭৪ টাকা, মুরগির মাংসের পেটিস প্রতি পিস ১১০ টাকা, গরুর মাংসের শাহী পেটিস প্রতি পিস ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে থাকা সাধারণ পেটিস ১৩১ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। সাধারণ সবজি রোল বিক্রি করা হচ্ছে ৬৩ টাকা, এক পাউন্ড ওজনের একেকটি ফ্রুট কেক ৪৬২ টাকা এবং ২৫০ গ্রাম ওজনের টোস্ট বিক্রি করছে ১০২ টাকায়।

দোকানে আসা কয়েকজন ক্রেতা জানান, পণ্যের দামের দিকে তাকালেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। এমন জালিয়াতি করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করলেও ভোক্তা অধিকার চুপ রয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দোকানে শিঙাড়া কিনতে আসা স্কুলশিক্ষার্থী রাবেয়া সুলতানা জানায়, সাদেক অ্যাগ্রোর এ দোকানটিতে পণ্যের দাম বেশি, যা অন্য কোথাও নেই। নজরুল ইসলাম নামে আরেক ক্রেতা জানান, সাদিক অ্যাগ্রো দাবি করে তাদের জিনিস ভালো। কিন্তু তাদের পণ্যের দাম দেখলে অবাক লাগে।

নাম প্রকাশ না করার শর্তে ওই দোকানের এক কর্মী বলেন, এটা প্রিমিয়াম কোয়ালিটির। মালিকপক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে এমন দামেই এগুলো বিক্রি করতে হবে।

বেকারি পণ্যের এমন চড়া দামের বিষয়ে সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, সাদেক অ্যাগ্রোর বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারব না। আমাদের সিনিয়র স্যারদের সঙ্গে যোগাযোগ করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম