৫০ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ফার্মা সামিট’ অনুষ্ঠিত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফার্মা সামিট-২০২৪। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে সামিটের আয়োজন করে বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ)’। সামিটে নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিল, ইস্ট ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানারাত, ওয়ার্ল্ড, বিইউবিটিসহ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। সামিটে ওয়াইবিএফের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। আরও উপস্থিত ছিলেন ঢাবির ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুল মাজিদ, প্রাণ গ্রুপের এইচআর অ্যাডমিন হাবিবুল হাসান সাইমন, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বিএম আফসুন আক্তার এ্যানি প্রমুখ।