মেট্রোরেলের ২৬টি ট্রিপ বাড়ছে কাল থেকে
পিক আওয়ারে ৮ মিনিট অন্তর চলবে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যাত্রী চাহিদা বিবেচনায় শনিবার থেকে মেট্রোরেলের ২৬টি ট্রিপ বাড়াচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মেট্রোরেল এমডি বলেন, পিক আওয়ারে প্রতি ৮ মিনিট, স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।
তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে। আর মতিঝিল স্টেশন থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত এবং বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
এছাড়া, মতিঝিল থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত এবং উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। অফপিক আওয়ারে ট্রেন ছাড়বে ১২ মিনিট পরপর।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘুড়ির কারণে মেট্রোরেল চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বুধবারের ঘটনায় প্রাপ্তবয়স্ক দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক ৬ জনকে থানায় নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মেট্রোরেলের আশপাশের এলাকার ঘুড়ি তৈরির কারখানা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৫ থেকে ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়েছে। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা, মেট্রো পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে মেট্রোরেলের ১৫২টি ট্রিপ চলছে। ধারণ ক্ষমতা অনুযায়ী এসব ট্রিপে আরও যাত্রী উঠার সুযোগ রয়েছে। তবে রাজধানীবাসী মেট্রোতে চড়তে অভ্যস্ত না হওয়ায় তারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছেন। ফলে যাত্রী সংকুলান না হওয়ায় শনিবার থেকে ২৬টি ট্রিপ বাড়ানো হচ্ছে। আশা করি এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।