
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৪ এএম
জীবননগরে নার্সকে গলা কেটে হত্যা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার মা নার্সিং হোম ক্লিনিকে হাফিজা খাতুন (৩৮) নামের এক নার্সকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।
নিহতের এক সহকর্মী জানান, রাতে ক্লিনিকের ২য় তলায় হাফিজার সঙ্গে কথা শেষে তিনি ৩য় তলায় যান। কিছুক্ষণ পর ২য় তলায় এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাফিজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সকালে নিহতের স্বামী এ ক্লিনিকে এসেছিলেন। হাফিজার সঙ্গে তার কোনো কারণে বাকবিতণ্ডা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, তদন্ত না করে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।