Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

চলতি বছর বিশ্বে বেকার বাড়বে: আইএলও

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি ২০২৪ সালে বিশ্বে বেকারত্বের হার বাড়বে। একই সঙ্গে বাড়বে সামাজিক বৈষম্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রকাশিত ‘বিশ্ব কর্মসংস্থান ও সামাজিক আউটলুক ট্রেন্ডস’ রিপোর্টে বুধবার কথা বলা হয়েছে। জেনেভায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, অর্থনৈতিক অবস্থার অবনতি সত্ত্বেও শ্রমবাজার আশ্চর্যজনক স্থিতিস্থাপকতা দেখিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেকারত্বের হার ও চাকরির জোগানে বড় ব্যবধান রয়েছে। ২০২৩ সালের বৈশ্বিক বেকারত্বের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে যা ছিল ৫ দশমিক ৫ শতাংশ। শ্রম বাজারের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী বেকারত্ব উভয়ই খারাপ দিকে যাচ্ছে। ২০২৪ সালে অতিরিক্ত বিশ লাখ কর্মী চাকরি খুঁজবে। উচ্চ এবং নিু আয়ের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য বজায় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের পরে দ্রুত হ্রাস পাওয়া সত্ত্বেও চরম দরিদ্র শ্রমিকের সংখ্যা ১০ লাখ বেড়েছে। এদের প্রতিদিন আয় ২ দশমিক ১৫ ডলার। এ ছাড়াও প্রতিদিন ৩ দশমিক ৬৫ ডলার আয় করছে, এমন মডারেট দারিদ্র্যের সংখ্যা বেড়েছে ৮৪ লাখ। আগের মতো ২০২৪ সালেও বিশ্বে অনানুষ্ঠানিক শ্রমিক ৫৮ শতাংশে স্থির থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম