Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মতিঝিল-উত্তরা প্রতিদিন চার ঘণ্টা চলবে মেট্রোরেল

উদ্বোধন উপলক্ষ্যে শনিবার বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন হবে আগামী শনিবার। এ উপলক্ষ্যে ওইদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় সেদিনও মেট্রোরেল চলবে না। উদ্বোধনের পরদিন রোববার থেকে প্রতিদিন উত্তরা টু মতিঝিল পর্যন্ত চার ঘণ্টা চলবে এ রেল। ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, আগামী ৪ নভেম্বর (শনিবার) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন দুপুর আড়াইটায় উদ্বোধন করবেন। তিনি নিজেও মেট্রোরেলে চড়বেন। পরদিন ৫ নভেম্বর (রোববার) উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। তবে শুরুতে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা চলবে। আপাতত মতিঝিল, সচিবালয় ও ফার্মগেট-এই তিন স্টেশনে থামবে মেট্রোরেল। ধীরে ধীরে সময় ও স্টেশন বাড়ানো হবে। আর চলবে ১০ মিনিট পরপর। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ওই সময়ের পর আগারগাঁও থেকে উত্তরা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম