Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিক্ষার মানোন্নয়নে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে: রাষ্ট্রপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশে শিক্ষাদান পদ্ধতি আন্তর্জাতিক মানসম্মত করার পদক্ষেপ নিতে হবে। যাতে শিক্ষার্থীরা বিশ্ব প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে। এক শ্রেণির অসাধুচক্র ও কতিপয় বিপথগামী শিক্ষক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোচিংয়ের ব্যবসা করে যাচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে এই কোচিং ব্যবসা পরিহার করতে হবে।

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় সাতজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রতিনিধি ড. সুসান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সিনিয়র শিক্ষক ইসমত আরা মমতাজ, খিলগাঁও শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব কুমার ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ এর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা বিদেশে গিয়ে কতটুকু প্রশিক্ষণ নেন এবং দেশে ফিরে ক্লাসরুমে এর কতটুকু প্রয়োগ করেন সে বিষয়টিও মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম