Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গুচ্ছের ফাঁকা আসনে আগ্রহী শিক্ষার্থীদের সম্মতির নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি হতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সম্মতি জানাতে হবে। আজ (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এ সম্মতি জানানোর নির্দেশ দিয়েছে ভর্তি কমিটি। রোববার সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চার ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন দুই হাজারের বেশি শূন্য আসন পূরণে বিশেষ ধাপে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মতি দেওয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। এরপর সেখানে থাকা ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এছাড়া ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ পাওয়া যাবে ওয়েবসাইটে। ২১ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমার শেষ দিন ছিল। ২২ আগস্ট মূল কাগজপত্র জমা নেওয়া হয়। এরপর সব বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাসও শুরু হয়।

ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম