অধিকাংশ ছেলেমেয়ে পেশাগত বিষয়ে বেশি হতাশ: মাউশি পরিচালক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. একিউএম শফিউল আজম বলেছেন, অধিকাংশ ছেলেমেয়ে পেশাগত দিক থেকে হতাশায় ভোগেন। এই হতাশাগুলোই পরে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘আশা, প্রশান্তি ও পদক্ষেপবিষয়ক আলাপন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে রোববার এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য সমাজে যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ও আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন, তাদের মধ্যে সামগ্রিকভাবে সচেতনতা বাড়ানো। পাশাপাশি এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি করা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের রিসার্চ লিড ও প্রোগ্রাম হেড সমীর রঞ্জন নাথ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান, বরেণ্য অভিনয়শিল্পী, পরিচালক, উদ্যোক্তা ও সমাজকর্মী সারা যাকের, ব্র্যাক আইইডির মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা টিম লিড সহকারী অধ্যাপক ড. তাবাসসুম আমিনা প্রমুখ।