মন্ত্রী-এমপির সুপারিশে টিসিবির ১৩৪৫ ডিলার নিয়োগ
সংসদ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সারা দেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়োগকৃত ২ হাজার ৮৬১ ডিলারের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশে ১ হাজার ৩৪৫ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭শ’ জনের তথ্য-উপাত্তও যাচাই-বাছাই করা হয়নি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বলা হয়, ১ হাজার ৩৪৫ ডিলারের মধ্যে ৬৯১ জন ডিলারকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরাসরি নিয়োগ করা হয় এবং অবশিষ্ট ৬৫৪ জন ডিলারকে নিয়োগের ক্ষেত্রে তাদের তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই করা হয়। এছাড়া বাকি ১ হাজার ৪৭১ জন ডিলারকেও তাদের তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই করে ডিলারশিপ প্রদান করা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ১৭টি দেশ থেকে মোট ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। বাণিজ্য মেলায় প্রবেশের জন্য সংসদ সদস্যদের যথাসংখ্যক কমপ্লিমেন্টারি কার্ড প্রদান করা হয়েছে। মেলার সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শনের জন্য শুক্রবার সংসদীয় কমিটির সদস্যরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন বলে জানানো হয়। বৈঠকে বিভিন্ন পণ্যে ভেজাল, ওজনে কম দেয়াসহ ভোক্তাদের নানাবিধ প্রতারণা মোকাবেলা করার জন্য ভোক্তা অধিকার আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করার সুপারিশ করা হয়। এছাড়াও দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার এবং সংসদীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে মেলায় অংশগহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন ও লায়লা আরজুমান বানু অংশ নেন।