Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনলাইন আবেদন নেওয়া শুরু হচ্ছে আজ। এ জন্য সকাল ৮টায় সার্ভার খুলে দেওয়া হবে। ভর্তির নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারছেন। উভয় ক্ষেত্রেই ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবারও শিক্ষার্থীদের কাছ থেকে একাধিক দফায় আবেদন নেওয়া হবে। প্রথম দফায় ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। প্রকাশিত নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম