Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্ট শুরুর প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষা বোর্ডগুলো এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু করার চিন্তা করছে। এ লক্ষ্যে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটিতে একটি খসড়া সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুমোদন পেলে ১৭ আগস্ট থেকেই শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা শুরু করবে। সাধারণত এপ্রিলে এই পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে না পারায় পরীক্ষা পেছানো হয়।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার যুগান্তরকে বলেন, দুই বিষয়ের পরীক্ষার মধ্যে স্বাভাবিক ছুটি রেখে সময়সূচি তৈরি করা হয়েছে। এবারও শিক্ষার্থীরা ‘কাস্টমাইজড’ (সংক্ষিপ্ত) সিলেবাসে পরীক্ষা দেবে। কিন্তু পূর্ণ নম্বরে প্রশ্ন থাকবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম