স্ত্রীকে নিয়ে মন্তব্য করায় একজনকে গলা কেটে হত্যা
গ্রেফতার ৪
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর বসিলায় স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার বসিলা ৪০ ফিট এলাকার বুড়িগঙ্গার পাড় থেকে নবী হোসেনের (৩২) গলাকাটা লাশ উদ্ধার করে বসিলা নৌপুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক।
আজিমুল হক জানান, নিহত নবী হোসেনের ভাই আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের আটক করতে মোহাম্মদপুর ও বসিলার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যার সঙ্গে জড়িত মাহী, দিপু, কবির ও ইমরানকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের পর কবির হোসেন আমাদের বলেন, তিনি ও নিহত নবী হোসেন পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। কিছু দিন আগে নবীর সঙ্গে কবিরের ঝগড়া লাগে। এক পর্যায়ে নবী হোসেন কবিরের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে কবির তার সঙ্গে থাকা অন্য আসামিদের সঙ্গে নবীকে হত্যার পর লাশ গুমের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, নবীকে বসিলা ৪০ ফিট নদীর পাড়ে নিয়ে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে প্রথমে অচেতন করে। অচেতন অবস্থায় তাকে ওয়াক ওয়ের নিচে নামিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এরপর ইমরানের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা লাশ নদীতে ফেলে দেয়।
উপ-পুলিশ কমিশনার বলেন, এ ঘটনায় বসিলা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর তা পর্যালোচনা করে আসামিদের শনাক্ত এবং আটক করতে সক্ষম হয়েছি। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও আমরা তদন্ত করছি।