
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে একজনের মৃত্যু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজধানীর হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পা পিছলে পানিতে পড়ে মো. ইবাদত হোসেন (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ইবাদত হোসেনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরদারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইলিয়াস উদ্দিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ইবাদত হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় আতিয়ার হোসেন। তিনি জানান, শুক্রবার ছুটির দিনে বন্ধুরা মিলে মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় ইফতার করেন। এরপর বন্ধুরা মিলে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। কিছুক্ষণ পরই বোট থেকে পা পিছলে পানিতে পড়ে যান ইবাদত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।