Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ফতুল্লায় বৃদ্ধাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফতুল্লায় আয়শা বেগম নামে অসুস্থ এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা শেষে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর নিহতের মেয়ে নাছরিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বুধবার দুপুরে মামলা করেছেন। তবে পুলিশের দাবি, ঘটনাটি রহস্যজনক। সোমবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা গ্রিনরোড এলাকায় ঘটেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, ৬১ বছর বয়সের বৃদ্ধা আয়শা বেগম প্যারালাইসিস রোগী। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। কথাও ঠিকমতো বলতে পারেন না। এ হত্যাকাণ্ডটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব। মামলায় উল্লেখ করা হয়, নাছরিনের স্বামী উজ্জল বাহরাইন প্রবাসে থাকাকালীন মৃত্যুবরণ করেছে। তার দুই ছেলে বাহরাইন প্রবাসে থাকেন। ছোট ছেলে ও তার স্ত্রী এবং বৃদ্ধা মা আয়শাসহ প্রবাসে থাকা দুই ছেলের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাসায় বসবাস করেন। সোমবার বাসার সবাই বেড়াতে যায় এবং বৃদ্ধা আয়শা একাই বাসায় ছিলেন। রাতে নাছরিন বাসায় ফিরে দেখেন তার মা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম