Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুই শ্রমিক মারা গেছেন। বুধবার বিকালে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস্ গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকাল ৪টার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, এখন পর্যন্ত আরিফুলসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামের একজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার কাজ করছে শ্রীপুর ফায়ার সার্ভিস।

কারখানার নির্মাণ ঠিকাদারের দায়িত্বে ছিলেন সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণের সময় ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ আছেন আমরা খোঁজ নিচ্ছি। হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

নিখোঁজদের খোঁজে তাদের স্বজনরা কারখানার ফটকে ভিড় করছেন। ধসে পড়া নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন মুকুল চন্দ্র বর্মণ। ধসে পড়ার পর তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে শ্রী ভক্ত চন্দ্র বর্মণ। শ্রী ভক্ত চন্দ্র জানান, নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার পরপরই তার বাবার সঙ্গে থাকা বাকি শ্রমিকরা জানিয়েছেন তার বাবা নিখোঁজ রয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম