Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গুচ্ছভর্তিতে জবি থাকবে কি না সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমন্বিত ভর্তি পরীক্ষায় (গুচ্ছপদ্ধতি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থাকবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২২ ফেব্রুয়ারি বিশেষ একাডেমিক সভা ডেকেছে জবি প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান যুগান্তরকে এ তথ্য জানান।

ওহিদুজ্জামান বলেন, ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। এরই অংশ হিসাবে তারিখ ঠিক করে ইতোমধ্যে সব বিভাগের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। সভার মধ্যে আলোচনা হবে। তারপর জানা যাবে, গুচ্ছপদ্ধতিতে বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম