নৈতিকতাই শিক্ষার মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু বই পড়ে শিক্ষিত হওয়া নয়, শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে আদর্শ ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে। নৈতিকতাই শিক্ষার মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এথিকস ক্লাব বাংলাদেশের যুগপূর্তি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রুপার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমই চৌধুরী শামীম। এথিকস ক্লাব সভাপতি এমই চৌধুরী শামীম বলেন, বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘নৈতিকতা দিবস’ ঘোষণা করা এখন সময়ের দাবি। এ দিবসের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করে এমই চৌধুরী শামীম বলেন, গত ১২ বছর ধরে প্রতিবছরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা দিবস পালন করে আসছে।