Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নৈতিকতাই শিক্ষার মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু বই পড়ে শিক্ষিত হওয়া নয়, শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে আদর্শ ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে। নৈতিকতাই শিক্ষার মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এথিকস ক্লাব বাংলাদেশের যুগপূর্তি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রুপার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমই চৌধুরী শামীম। এথিকস ক্লাব সভাপতি এমই চৌধুরী শামীম বলেন, বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘নৈতিকতা দিবস’ ঘোষণা করা এখন সময়ের দাবি। এ দিবসের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করে এমই চৌধুরী শামীম বলেন, গত ১২ বছর ধরে প্রতিবছরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা দিবস পালন করে আসছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম