Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বশেমুরকৃবির সহযোগিতা চুক্তি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া ভারতের আসাম রাজ্যের শিলচরে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ চুক্তি করেন। তিন দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত এই প্রতিষ্ঠা দিবসের শুরুতে তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর রাজীব মোহন পন্ত-এর সঙ্গে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির নবনির্মিত কম্পিউটার সেন্টার ভবন উদ্বোধন করেন এবং পদার্থ বিজ্ঞান বিভাগে নবনির্মিত অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির উদ্বোধনে অংশগ্রহণ করেন। এসময় বশেমুরকৃবি, বাংলাদেশ এবং স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের অন্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম