ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক
দেড় লাখ টন সার ক্রয়সহ ৫ প্রস্তাব অনুমোদন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিদেশ থেকে ১ লাখ ৪০ হাজার টন সার আমদানিসহ ৫ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১ হাজার ৩০৪ কোটি টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে কোনো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি।
জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রতি টন সারের দাম ৭৭৮ মার্কিন ডলার হিসাবে ব্যয় হবে ৪১৪ কোটি টাকা। এদিকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি টাকা। বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ৫৭৯ মার্কিন ডলার হিসাবে মোট ব্যয় হবে ১৮৫ কোটি টাকা। এ ছাড়া কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন সারের দাম হবে ৫৯১ মার্কিন ডলার। এতে ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি টাকা।
বিভিন্ন কাস্টম হাউজ ও দপ্তরের জন্য ৬টি কনটেইনার স্ক্যানার সিস্টেম ক্রয়ে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। বাণিজ্যিকীকরণ এবং পণ্য খালাস দ্রুততার পাশাপাশি চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি রোধকল্পে বিভিন্ন কাস্টম হাউজ ও দপ্তরের জন্য কনটেইনার স্ক্যানার স্থাপন করা হবে। নকটেক কোম্পানি লিমিটেড স্ক্যানারগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৩২৭ কোটি টাকা।