Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার

শেখ হাসিনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত। শুরু থেকে এখন পর্যন্ত তিনি মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তাকে নিয়ে লেখা ‘শেখ হাসিনা : সংগ্রামী জীবন’ বইটি থেকে অজানা তথ্য জানা যাবে। কেননা একেকজন একেকভাবে ওনাকে দেখেছেন ও লিখেছেন। এতে লেখাগুলোর মধ্যে ভিন্নতা আছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সম্পাদিত ‘শেখ হাসিনা : সংগ্রামী জীবন’ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। পুস্তক পর্যালোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে ড. শামসুল আলম বলেন, এ বইটি হচ্ছে প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে লেখা। এবার আর একটি নতুন বই সম্পাদনা করা হচ্ছে। সেটি হবে শেখ হাসিনার মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তর। এছাড়া ‘শেখ হাসিনা : সংগ্রামী জীবন’ বইটি তিনি স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজন বলে তাগিদ দিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম