Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পরিকল্পনা কমিশন

সিনিয়র সচিব শামসুল আলমের চুক্তির মেয়াদ বাড়ল ৩ বছর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মেয়াদ বাড়িয়ে এ আদেশ জারি করা হয়েছে। শামসুল আলম প্রথম ২০০৯ সালে ২২ জুন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। এরপর ২০১০ সালের ৯ জুন, ২০১২ সালের ১৭ জুন, ২০১৪ সালের ২৪ জুন, ২০১৬ সালের ১০ জুলাই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (চুক্তিভিত্তিক) মালিহা শাহজাহানকে ১ ডিসেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম