২৯ অক্টোবর কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
ছবিতে বঙ্গবন্ধুর কথা শোনাবেন শেখ হাসিনা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এবার কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ লড়াই ও সংগ্রামের কথা শোনাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরবেন মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি বাঙালির ওপর পাকবাহিনীর অত্যাচার ও নানা অজানা কাহিনি। জানাবেন ১৯৭৫-র ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নৃশংস ঘটনার কথা। শুধু তাই নয়, ১৯৭৫ পরবর্তী সময়ে লড়াই ও স্বাধীনতা-পরবর্তী দেশকে আজকের উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে নিজের ঘাত-প্রতিঘাত, কঠিন সংগ্রামের রোমহর্ষক কাহিনিও তুলে ধরবেন মুজিবকন্যা। তথ্যচিত্র ‘হাসিনা আ ডটার্স টেল’-দেখানো হবে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন আগামী শনিবার। বঙ্গবন্ধুকন্যার মর্মভেদী বক্তব্য বলার দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পরিচালক রেজাউর রহমান খান পিপলু। রাদওয়ান মুজিব ও নসরুল হামিদের যুগ্ম প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্য তথ্যচিত্র উৎসবের উদ্বোধন হবে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে। উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ও পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দুই বাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী জয়া আহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ দুই দেশের তারকাদের। কলকাতা প্রেস ক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দলিব ইলিয়াস এ তথ্য জানান। তিনি বলেন, কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অবশ্যই গর্বের।
কর্মসূচি : ২৯ অক্টোবর বিকাল তিনটায় নন্দন-১ প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিক সূচনা হলেও ওইদিন দুপুর ১টা থেকেই নন্দন ২ ও ৩-এ শুরু হবে চলচ্চিত্র প্রদর্শন। ৫ দিনব্যাপী এই বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ৩৭টি ছবি। যার মধ্যে থাকছে ২৫টি পূর্ণদৈর্ঘ্যরে ছবি, ৮টি স্বল্পদৈর্ঘ্যরে ছবি এবং ‘হাসিনা আ ডটার্স টেল’সহ ৪টি প্রামাণ্য তথ্যচিত্র। উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন জানান, যারা প্রধানমন্ত্রীর মুখে বঙ্গবন্ধুর সংগ্রাম ও লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশকে স্বনির্ভর করার কথা শুনতে চান তাদের অবশ্যই বলব ‘হাসিনা আ ডটার্স টেল’ ছবিটি নন্দন ১ প্রেক্ষাগৃহে দেখতে যাবেন। সন্ধ্যা ৬টায় ৭০ মিনিটের এই ছবিটি দেখানো হবে নন্দন-২ প্রেক্ষাগৃহেও। প্রথমদিন নন্দন ১, ২ ও ৩-এ ছবি দেখানো হলেও পরের চার দিন ছবি প্রদর্শিত হবে নন্দন ২ ও ৩-এ।