গাজীপুরে সেফ হোম থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুরে নারী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর বাসন থানাধীন মোগরখালে অবস্থিত সেফ হোমটির টয়লেট থেকে পুলিশ লাশটি বুধবার ভোরে উদ্ধার করে।
জানা গেছে, তরুণীর নাম মোছা. মিতু (২১)। সে বাগপ্রতিবন্ধী ও শ্রীপুর থানার ধর্ষণ ঘটনার ভিকটিম ছিল। ইতঃপূর্বে সে কোনাবাড়ি শিশু (বালিকা) উন্নয়ন হেফাজত কেন্দ্রে ছিল। সেখান থেকে তাকে ১ মার্চ এ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে সে নিরাপদ হেফাজতকেন্দ্রে নিবাসী হিসাবে ছিল। সেফ হোমের সুপার পারভিন আক্তার জানান, বুধবার ভোরে তৃতীয় তলার টয়লেটের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে অন্য নিবাসীদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে একটি রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিতুর ঝুলন্ত লাশ দেখতে পান। তারা বিষয়টি সেফ হোম কর্তৃপক্ষকে জানান। সেফ হোম কর্তৃপক্ষ বাসন থানা পুলিশকে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সেফ হোম সূত্র জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এরআগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মালেক খসরু খান যুগান্তরকে জানান, মিতু গাজীপুরের শ্রীপুর থানার ধর্ষণের ঘটনার একটি মামলার ভিকটি। সে ইশারা-ঈঙ্গিতে কথা বলত। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।