
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম
হাসপাতাল থেকে তুলে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সানি (১৭)। সে রাজশাহী পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। বাড়ি মহানগরীর দড়িখরবনায়।
পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, রাতে আহত এক বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা সানিকে হেতেমখাঁ সবজিপাড়ায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। এ সময় সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নিহত সানির বাবা পাখি বলেন, রোববার সানির জন্মদিন ছিল। খেলতে গিয়ে তার এক বন্ধু আহত হয়। তাকে দেখতে সে হাসপাতালে যায়।
তিনি বলেন, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে সানিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে হত্যা করেছে। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত সানির লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর জোনের নারী কাউন্সিলর সামসুন নাহার। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের তোপের মুখে পড়েন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা তার পরিচিত বলে অভিযোগ তুলে তাকে লাঞ্ছিত করা হয়।