Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ধামরাইয়ে রিসোর্টে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার ধামরাই উপজেলার সপ্তম শ্রেণির ছাত্রীকে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আলামিন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি চর চৌহাটের সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। স্কুলছাত্রী বাড়ি ফিরে মা-বাবাকে বিষয়টি জানালে মীমাংসা করতে এ নিয়ে দফায় দফায় সালিশি বৈঠক হয় সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের বাড়িতে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী ছাত্রী জানায়, স্কুল যাওয়া-আসার পথে আলামিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে পদ্মা সেতু দেখানোর কথা বলে তাকে শহর অঞ্চলের একটি রিসোর্টে নিয়ে যায়। সে ওই শহর ও রিসোর্ট চেনে না। সেখানে একটি কক্ষে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে আলামিন। এ ঘটনা কাউকে বললে তার ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। স্কুলছাত্রীর বাবা বলেন, জাকির হোসেন আমাকে থানায় যেতে না দিয়ে সমঝোতা বৈঠক করেন। আমি প্রহসনের বিচার-সালিশ মানি না। আমি আইনের আশ্রয় নিতে চাই। আলামিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে জাকির হোসেন বলেন, মেয়েটি বাচ্চা মানুষ। ওর ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। তাই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি। চৌহাট ইউনিয়নের পুলিশ বিট অফিসার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণের বিষয়ে কেউ এখনো আমাদের কাছে অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম