Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে: বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জ্ঞান অর্জন ব্যতীত আন্দোলন-সংগ্রামে কখনো সফল হওয়া যায় না। এ কারণে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে। তিনি বলেন, একটা পদ্মা সেতু না হলে জাতির কিছু যায়-আসে না। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি আয়োজিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মো. বশির আহমেদ বাচ্চু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী মুসা সঞ্চালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার, প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার, জিএস আনোয়ারুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ আহমেদ, মো. জয়নাল আবেদীন তালুকদার, মো. হুমায়ুন কবির রাজু, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়সাল সরকার।

আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মো. সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শহীন, মহিলা দলের সভানেত্রী শিরিন চাকলাদার, মহানগর তাঁতী দল আহ্বায়ক মো. তাজুল ইসলাম বেপারী, কৃষকদল কেন্দ্রীয় নেতা হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আব্দুর রশিদ ডালি প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম