Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ইউল্যাবের চার স্নাতককে স্বর্ণপদক হস্তান্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রেকর্ড সংখ্যক জিপিএ পেয়ে ভালো ফল করা চার শিক্ষার্থীকে স্বর্ণপদক হস্তান্তর করেছে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। তারা হলেন রাদিয়া আল রশিদ (বিএ ইন ইংলিশ), জ্যাকলিন পিউ বোস (এমএ ইন ইংলিশ), শ্যামায়েল মর্তুজা (এমএ ইন ইংলিশ) এবং এসএএম রায়হানুর (এমএ ইন ইংলিশ)। ২৬ মে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তাদের হাতে এ পদক তুলে দেন। ষষ্ঠ সমাবর্তনে এই স্বর্ণপদক গ্রহণ করার কথা ছিল তাদের। করোনা পরিস্থিতির কারণে ৩০ নভেম্বর ভার্চুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম