৩০৪ কোটি টাকা লোপাট
নর্থ সাউথের চেয়ারম্যানসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্নীতির মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ মঙ্গলবার এ আদেশ দেন। অন্যজন হলেন-আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন মো. হিলালী।
প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫ মে আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরমধ্যে চারজন কারাগারে রয়েছেন। এরা হচ্ছেন-বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। আজিম উদ্দিন আহমেদ ও আমিন মো. হিলালী মামলার দিন থেকেই পলাতক।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। এর আগে রোববার হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন ওই চার আসামি। হাইকোর্ট তাদের পুলিশের হাতে তুলে দেন।
সূত্র জানায়, দুদকের মামলায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর ও গোপন করার মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।