Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নর্থ সাউথের সেই ১০ বিলাসবহুল গাড়ি বিক্রির নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিউশন ফির অর্থে কেনা বিলাসবহুল ১০টি গাড়ি বিক্রি করে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দিতে ?নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে (এনএসইউ) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে এ বছর জানুয়ারি পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ১২টি বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে। এর মধ্যে ১০টি গাড়ি বিক্রি করে প্রাপ্ত অর্থ শিক্ষা ও গবেষণা উন্নয়নে ব্যয় করতে হবে। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এনএসইউর সাধারণ তহবিলে জমা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।

যে ১০টি গাড়ি বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে আছে-ভোগ পি ৪০০ ই, মডেল-২০১৯, হার্ড জিপ রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মডেল ২০১৯, কার সেলুন মার্সিডিজ বেঞ্জ মডেল ২০১৯, হার্ড জিপ (টয়োটা প্রাডো টি এপ), মডেল-২০১৫, হার্ড জিপ রেঞ্জ রোভার ভোগ পি ৪০০ ই ২০১৯ মডেলের সব গাড়ি।

উল্লেখ্য, আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান। তা সত্ত্বেও প্রায় ৩৫ কোটি টাকা মূল্যমানের ১২টি বিলাসবহুল গাড়ি নিজেদের ব্যবহারের জন্য কিনেছিলেন এনএসইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। সেগুলো ব্যবহারও শুরু করেছিলেন তারা। পরে এ নিয়ে তোলপাড় হলে তারা ফেরত দেন। এরপর বিষয়টি ইউজিসি ও দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম