দুদক ও মানবাধিকার কমিশনের কাছে
গণকমিশনের শ্বেতপত্র হস্তান্তর

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ প্রকাশিত শ্বেতপত্রের কপি দুর্নীতি দমন কমিশনে (দুদক) ও জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে দুদকের চেয়ারম্যান ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে এটি হস্তান্তর করা হয়। যার পৃষ্ঠাসংখ্যা ২১০০-এর অধিক। গত ১২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি আনুষ্ঠানিকভাবে এই শ্বেতপত্রের মোড়ক উন্মোচন করেন।
জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনে এই শ্বেতপত্রের কপি হস্তান্তর করেন গণকমিশনের চেয়ারপারসন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ, কমিশনের সচিবালয়ের সমন্বয়কারী কাজী মুকুল, সদস্য শহিদসন্তান আসিফ মুনীর তন্ময় ও ব্যারিস্টার নাদিয়া চৌধুরী।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘মৌলবাদী সাম্প্রদায়িকতা কর্মকাণ্ডের ছবিসহ বিবরণ, ভুক্তভোগীদের জবানবন্দি এবং এসব ঘটনার স্থায়ী সমাধানের জন্য শ্বেতপত্রে আমরা বেশ কিছু সুপারিশ করেছি। এর মধ্যে বিশেষ করে যারা এসব ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার সুপারিশ করেছি। আশা করছি, মৌলবাদী সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলতে এই শ্বেতপত্র অপরাধ দমন সংশ্লিষ্ট বিশেষ করে ‘দুদক’কে সহযোগিতা করবে।’