Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

হজযাত্রী পরিবহণ

অনুমতি পেল কম ভাড়ার সৌদি এয়ারলাইন ‘ফ্লাইনাস’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১০ বছর পর সৌদি আরবের এয়ারলাইন ‘ফ্লাইনাস’ বাংলাদেশি হজযাত্রীদের পরিবহণের অনুমতি পেয়েছে। এ বছর থেকে সৌদিয়া ও বিমানের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার হিসাবে সেবা দেবে ফ্লাইনাস। শুক্রবার এক চিঠিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দীর্ঘদিন ধরেই হজ ফ্লাইট পরিচালনার জন্য তৃতীয় ক্যারিয়ারের জন্য দাবি জানিয়ে আসছে। কারণ হিসাবে তারা বলছেন, সৌদি আরবে যাতায়াতে বিদ্যমান ব্যবস্থায় হজযাত্রীদের বেশি খরচ হচ্ছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী ২০১২ সাল থেকে কেবলমাত্র বিমান ও সৌদিয়া বাংলাদেশের হজযাত্রীদের পরিবহণ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম