৭৩-এর অধ্যাদেশ অনুসরণের অঙ্গীকার জাবি ভিসির
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ড জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক নূরুল আলম। এ জন্য ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুসরণের প্রতিশ্রুতি দেন তিনি। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল রুমে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচিত সিনেট সদস্যদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব প্রতিশ্রুতি দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নির্বাচিত ও অনির্বাচিত পর্ষদের সদস্যদের সঙ্গে ঘন ঘন বৈঠক করার কথাও বলেছেন তিনি।
সিনেট সদস্য সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও এর প্রতিকার নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে রয়েছে-সেশন জট দূর, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, হল প্রভোস্টদের আবাসন নিশ্চিত, ভারপ্রাপ্তের দায়িত্বে না রেখে নির্বাচনসহ ১৯৭৩-এর অধ্যাদেশ পুরোপুরি বাস্তবায়ন।