Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবি ১২ সাংস্কৃতিক ফেডারেশনের বিবৃতি

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার এবং জামিন না দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে দেশের ১২টি সাংস্কৃতিক ফেডারেশন। একইসঙ্গে সম্প্রতি তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে টিপ পরায় উগ্র পুলিশ সদস্য কর্তৃক হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়েছে। সংস্কৃতিকে সংকুচিত করার একটি গভীর ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেছেন বিবৃতিদাতারা। বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক আহাম্মেদ গিয়াস গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন। বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনের মধ্যে রয়েছে-সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম