কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্যের মৃত্যু

কোনাবাড়ী ও কাশিমপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মঙ্গলবার বিকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক হুজি (হরকাত উল জিহাদ) সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাদারীপুরের রাজৈর থানা মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে।
কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারের ভেতর দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন মাওলানা আব্দুর রউফ। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হুজি নেতা আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলার আসামি। দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিশেষ ক্ষমতা আইনে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি মতিঝিল থানায় ২টি, রমনা থানায় ১টি ও ফরিদপুরের কোতোয়ালি থানায় একটিসহ ৪টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসামি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।