Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গণটিকার চতুর্থ দিন

রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা সংকট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা সংকট

গণটিকার চতুর্থ দিনে রাজধানীর অনেক কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাননি বলে অভিযোগ রয়েছে।

কোথাও কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের বিশেষ সুবিধা নিয়ে লাইনে না দাঁড়িয়েই টিকা নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রগুলোতে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে বলে কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের পিএনপি স্কুলে টিকা নিতে আসা সানজিদা বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এক ঘণ্টা পার হয়েছে, কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। লাইনের বাইরে থেকে এসে টিকা নিয়ে চলে যাচ্ছে।’

এ কেন্দ্রে টিকা নিতে আসা আরও কয়েকজন অভিযোগ করেন, ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার নির্বাচিত হওয়ার পর থেকে অসুস্থ। তাই এখানকার মানুষ প্রয়োজনে সেবা পাচ্ছে না।

দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাননি। প্রত্যেক কেন্দ্রেই ছিল টিকা সংকট। প্রতি কেন্দ্রে ৩০০ থেকে ৩৫০টি টিকা দেওয়া হয়। কিন্তু সংখ্যার চেয়ে আগতদের সংখ্যা কয়েকগুণ বেশি। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৫০, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪ ও ৬৫ নাম্বার ওয়ার্ড ঘুরে দেখা যায় নির্ধারিত টিকার চেয়ে আগত মানুষের সংখ্যা কয়েকগুণ বেশি।

জানতে চাইলে ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, শান্তিপূর্ণভাবে ৪ দিন ধরে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিকা নিতে অনেক মানুষ আসছেন। আরও টিকার প্রয়োজন।

পুরান ঢাকার অধিকাংশ কেন্দ্রে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে টিকা নেন তারা। তবে কেন্দ্রগুলোতে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকা নিতে দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কিছু ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে আসাদের লাইনে দাঁড়াতে সহযোগিতা করেন। অধিকাংশ কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টিকা বুথ স্থাপন করা হয়েছে।

এসব কেন্দ্রে কয়েকজন অভিযোগ করেন, সকাল থেকে টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেও কাউন্সিলরের টোকেন প্রাপ্তরাই শুধু টিকা নিতে পেরেছেন।

তবে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী স্থানীয় কাউন্সিলররা বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের মধ্যে এসব টোকেন বিতরণ করেছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে দেখা যায়, স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন নিজেই হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন। এছাড়া তার পক্ষ থেকে বয়স্ক মানুষের জন্য অস্থায়ী ছাউনি ও বসার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদন কেন্দ্রে দেখা যায় অন্যান্য দিনের চেয়ে অনেকটা শৃঙ্খলবদ্ধভাবে টিকা নিচ্ছে মানুষ।

তবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এদিন নির্ধারিত সময়ের ভেতর সব কেন্দ্রে টিকা দান সম্পূর্ণ হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আলী হাবিব বলেন, মানুষের চাপ কিছুটা কমেছে।

নিজস্ব আনসার সদস্যরা লাইন ব্যবস্থাপনার কাজ করছেন। আশা করি, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাকি টিকা দিতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম