Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নাগরিক প্ল্যাটফরমের ওয়েনিবারে বক্তারা

করোনার টিকায় ন্যায্যতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনার টিকায় ন্যায্যতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ

জানুয়ারিতেই টিকা প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুধু ধনীরাই যেন টিকা না পায়, এ ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। তবে টিকা দেয়ার আগে এন্টিবডি পরীক্ষা করা দরকার। এসডিজি সংক্রান্ত নাগরিক প্ল্যাটফরম আয়োজিত ভার্চুয়াল সংলাপে রোববার বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. মোস্তাফিজুর রহমান, সিঙ্গাপুর থেকে যুক্ত হন ড. বিজন কুমার শীল এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. কাজী রওনক। তবে করোনার ১০ মাসের মধ্যে টিকা প্রাপ্তি বিজ্ঞানীদের বিশাল অর্জন বলে অনুষ্ঠানে জানানো হয়।

বক্তারা বলেন, চারটি ধাপে ৫ কোটি মানুষকে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু টিকা সংরক্ষণ ও বিতরণে কতটুকু প্রস্তুত বাংলাদেশ। করোনা নিয়ন্ত্রণে টিকা উৎপাদন, বণ্টন ও প্রাপ্তি নিশ্চিত করতে পুরো বিশ্বই এখন ব্যস্ত। তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টিকা সংগ্রহ ও ন্যায্যতা নিশ্চিত করা। টিকা কখন কীভাবে মিলবে, এ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে। তারা বলেন, নিুশ্রেণির মানুষের জন্য টিকা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গার্মেন্ট শ্রমিক, বন্ধ থাকা কারখানার শ্রমিক এবং দরিদ্র মানুষকে প্রাধান্য দেয়া উচিত। ড. বিজন শীল বলেন, বেসরকারি খাতকে টিকা দেয়ার ক্ষেত্রে সম্পৃক্ত করা গেলে প্রাপ্যতা নিশ্চিত হতো।

অনুষ্ঠানে জানানো হয়, করোনার ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হয়েছে। কিন্তু কী দামে কেনা হচ্ছে, অন্যান্য দেশগুলো কী দামে পাচ্ছে, তা অবশ্যই বিবেচ্য বিষয়। তারা বিশ্ব কাঁপানো এই ভাইরাস মোকাবেলায় এর আগে সরকারের বিভিন্ন কর্মসূচিতে সমন্বয়হীনতা দেখা গেছে। এ ছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতির চিত্র দেখেছে দেশ। এ অবস্থা উত্তরণে সুশাসন নিশ্চিত জরুরি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম