Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজধানীতে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘গাছ লাগাই জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ করছে যুবলীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নটর ডেম কলেজে শতাধিক বনজ, ফলদ, ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনআই আহমেদ সৈকত এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও সিএসসি, প্রভাষক শুভাশিস সাহা, মুহাম্মদ নাঈমুর রহমান, নটর ডেম সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি অলিউল ইসলাম রনি, নটর ডেম সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধীদের খাবার ও কাপড় দিল দক্ষিণ যুবলীগ : যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী, গরিব, দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বৃহস্পতিবার বিকালে রাজধানীর গেণ্ডারিয়াস্থ ধূপখোলায় ২০০ জনের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, যুবলীগের হারানো গৌরব, ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব শেখ ফজলে শামস পরশের সযত্নে পালন করেছেন। তিনি যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম