মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব কামাল হোসেন

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেন। সোমবার তাকে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান ৬ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অপর আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেককে জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক করা হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার ও পেট্রোবাংলার পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামালকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে বদলি করা হয়েছে।