Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ

টুর্নামেন্ট শুরু ১৭ জানুয়ারি

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একযুগ পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অতীতে শেরেবাংলা নামে জাতীয় চ্যাম্পিয়নশিপ হলেও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধুর নামে হচ্ছে। ১৭ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। বুধবার হয়ে গেল চ্যাম্পিয়নশিপের ড্র। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, বিকেএসপি ও সার্ভিসেস বাহিনীসহ মোট ৭৮ দল অংশ নিচ্ছে এবারের আসরে।

জেলা ফুটবল দলগুলোকে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, চিত্রা ও সুরমা জোনে ভাগ করা হয়েছে। সুরমা বাদে প্রতি অঞ্চলে আটটি করে দল রয়েছে। আট দলকে চার জোড়ায় ভাগ করে নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে চারটি দল জিতবে। এই চার দলের মধ্যে আবার দুই জোড়া করে নকআউট ম্যাচ। দুই নকআউট জয়ীদের মধ্যে জোনাল চ্যাম্পিয়নের লড়াই হবে। জোনাল চ্যাম্পিয়ন দল চূড়ান্তপর্বে খেলবে। সুরমা অঞ্চলে কিশোরগঞ্জ না থাকায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।

শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস বাহিনীর ১৫টি দলকে সেবা অঞ্চলে ভাগ করেছে বাফুফে। ১৫ দলকে চার গ্র“পে ভাগ করা হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীকে ‘ডি’ গ্র“পে রেখে শিক্ষা বোর্ড, বিকেএসপি ও বিশ্ববিদ্যালয়-গুলোকে বাকি তিন গ্র“পে রাখা হয়েছে। দুটি ভেন্যুতে সেবা অঞ্চলের ম্যাচগুলো হবে রাউন্ড রবিনভিত্তিক। সেবা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চূড়ান্তপর্বে খেলবে। প্রতি জোনের চ্যাম্পিয়ন ও সেবা অঞ্চলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপসহ মোট ১০ দল নিয়ে হবে চূড়ান্তপর্ব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম