Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশে ফলের নতুন মাছি শনাক্ত

Icon

মেহেদী হাসান মিঠু, আশুলিয়া

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীর নতুন ফলের মাছি বাংলাদেশ থেকে শনাক্ত। বাংলাদেশের এ ফলের মাছিটির নাম জিওগোডাকাস মধুপুরী (Zeugodacus madhupuri)। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইন্সটিটিউটের আওতাধীন কীট জীবপ্রযুক্তি বিভাগের বিজ্ঞানীরা ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আইডাহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের ফলের মাছির প্রজাতি বৈচিত্র্যে ওপর নিবিড়ভাবে গবেষণা শুরু করেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আফতাব হোসেন কিউলিউর ট্র্যাপে ৪টি নতুন ধরনের ফলের মাছি দেখতে পান।

এ মাছিগুলোকে ৯৬ ভাগ ইথাইল অ্যালকোহলে সংরক্ষণ করে কীট জীবপ্রযুক্তি বিভাগের ফলের মাছি গবেষণাগারে নিয়ে আসেন এবং অনুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে নিশ্চিত হন এটা Zeugodacus গণভুক্ত কিন্তু বাংলাদেশের তালিকাভুক্ত কোনো ফলের মাছি প্রজাতি নয়। এ সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধ Zookeys নামক বিখ্যাত ট্যাক্সনমিক জার্নালে ৮৭৬ (সেপ্টেম্বর ২০১৯) সংখ্যায় প্রকাশিত হয়েছে। এছাড়াও ওই গবেষণা প্রবন্ধে বাংলাদেশ থেকে ৩৭ প্রজাতির ফলের মাছির উপস্থিতিসহ অত্যন্ত ক্ষতিকর Bactrocera carambolae নামক ফলের মাছির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের এ ফলের মাছিগুলোকে প্রজাতি শনাক্তকরণের জন্য যুক্তরাষ্ট্রের আইডাহো বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম এফ বার এন্টোমোলিজক্যাল মিউজিয়ামের কিউরেটর ড. লুক লেব্লাঙ্কের কাছে প্রেরণ করেন। ড. লেব্লাঙ্ক পরীক্ষা করে নিশ্চিত হন এটা নতুন প্রজাতির ফলের মাছি এবং মলিকুলার নিশ্চয়তার জন্য ফলের মাছির একটি পা কেটে হাওয়াই বিশ্বদ্যিলয়ের প্লান্ট প্রটেকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. ড্যানিয়েল রুবিনফের কাছে পাঠান। প্রফেসর রুবিনফ এবং তার সহকর্মী ক্যামিয়েল ডুরেনওয়্যার্ড ফলের মাছির পায়ের ডিএনএ সিকুয়েন্সিং করে ডিএনএ লাইব্রেরিতে বিদ্যমান সিকুয়েন্সের সঙ্গে তুলনা করে মতামত দেন, ফলের মাছিটি নিশ্চিতভাবে নতুন প্রজাতির। প্রজাতি শনাক্ত হওয়ার পর এর নামকরণের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা পরামর্শ করেন এবং প্রাপ্তি স্থানের নামের সঙ্গে মিল রেখে Zeugodacus madhupuri হিসেবে নামকরণ করেন। Zeugodacus madhupuri B সাম্প্রতিক সময়ে প্রাপ্ত পৃথিবীর নতুন ফলের মাছি প্রজাতি যা বাংলাদেশ থেকে শনাক্ত করা হল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম