
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম
সুপ্রিমকোর্টে ৭০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর মধ্যে ৩১ জনকে নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও ৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত ৩১ জন হলেন- এসএম নজরুল ইসলাম, মো. মোজাম্মেল হক রানা, ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান, মো. সাইফুদ্দিন খালেদ, মো. আসাদুজ্জামান মনির, মো. আবদুল আজিজ মিয়া মিন্টু, মো. তাহেরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম সিদ্দিক, অমিত দাস গুপ্ত, বিএম আবদুর রাফেল, তুষার কান্তি রায়, মোহাম্মদ আবুল হাশেম, এসএম আশরাফুল হক জর্জ, দেবাশীষ ভট্টাচার্য, আবু ইয়াহিয়া দুলাল, এসএম ফজলুল হক, মো. গিয়াস উদ্দিন আহমদ, সুজিত চ্যাটার্জী বাপ্পী, ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী, শাহীন আহমেদ খান, বিপুল বাগমার, ব্যারিস্টার মো. নুর-উস সাদিক, ব্যারিস্টার ওয়ারেস আল হারুনী, মো. সারোয়ার হোসেন বাপ্পী, মো. মনিরুল ইসলাম, মো. মুশফাকুর রহমান সবুজ, হারুনুর রশিদ, আবদুল ওয়াহাব, কাজী শাহানারা, নাসিমা কে হাকিম ও শাহিদা খাতুন।
পুনরায় নিয়োগপ্রাপ্ত ৩২ জন হলেন- আনোয়ারা শাহজাহান, বিশ্বজিৎ দেবনাথ, কেএম জাহিদ সরোয়ার কাজল, অমিত তালুকদার, কাজী জিনাত হক, ড. মো. বশির উল্লাহ, কামাল উদ্দিন আহমেদ, বেগম খালেদা বিজলী, জেসমিন সুলতানা শামসাদ, বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান, প্রতিকার চাকমা, ইয়াসমিন বেগম বিথী, তাইফুর কবির, সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আশেক মোমিন, মো. আমিনুর রহমান চৌধুরী টিকু, মো. মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এসএম গোলাম মোস্তফা, মো. এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচার্য, একেএম আমিন উদ্দিন মানিক, ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার, মো. আমিনুল ইসলাম, কাজী ইবাদত হোসেন, রহিমা খাতুন, এমরান আহমেদ ভূঁইয়া, অরবিন্দ্র কুমার রায়, এমডি রেজাউল করিম, মো. ফজলুর রহমান খান (এফআরখান) ও নুসরাত জাহান।