Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এছাড়া দিবসটি উপলক্ষে সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অপু উকিল যুগান্তরকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরে সেখানে কেক কাটা ও আনন্দ র‌্যালি হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর তার অনুমতিক্রমে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণভবনে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম