Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ‘ছায়ানট’

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ‘ছায়ানট’। এ পুরস্কারটি ‘দ্য টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ বা টেগোর অ্যাওয়ার্ড হিসেবেও পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার এটি। সাংস্কৃতিক সংহতি, বিশ্বজনীনতা ও সৃষ্টিশীল পদ্ধতিতে সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করে। ২০১৫ সালের জন্য এ বিশেষ সম্মাননা পাচ্ছে বাংলাদেশের রবীন্দ্রচর্চার সূতিকাগার ও নেতৃস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সংক্রান্ত জুরি বোর্ডের চেয়ারম্যান। জুরি বোর্ডের সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক অঙ্গনের সম্প্রীতিতে অনন্য অবদানের জন্য ছায়ানটকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এ পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় এক কোটি রুপি। সেই সঙ্গে একটি মানপত্র এবং সূক্ষ্ম ঐতিহ্যবাহী হস্তশিল্প স্মারক দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে এ সম্মাননা প্রদানের বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দেয়া হয়। ব্যক্তিগত পর্যায়ে এ সম্মাননা পেলেও ‘ছায়ানট’ প্রথম প্রতিষ্ঠান, যারা এ বিরল সম্মাননা পাচ্ছে।

পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য মফিদুল হক বলেন, এটা অনেক বড় স্বীকৃতি। প্রাতিষ্ঠানিকভাবে দেশের বাইরে থেকে রবীন্দ্রনাথের নামাঙ্কিত এ সম্মাননা বিশাল প্রাপ্তি। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপনের সূত্র ধরে জন্ম হয়েছিল ছায়ানটের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম