করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী পালন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাবেক গণপরিষদ সদস্য, আবদুল করিম পাটোয়ারীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বাদ আসর চাঁদপুর তালতলা পাটোয়ারীবাড়ি জামে মসজিদে এবং বাসস্ট্যান্ড মসজিদে গোর-এ-গরিবায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আবদুল করিম পাটওয়ারী মহান ভাষা আন্দোলনের সংগঠক, ১৯৭১ সালের যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, স্বাধীনতাত্তোর চাঁদপুর মহকুমার অস্থায়ী প্রশাসক ও প্রধান বিচারক এবং চাঁদপুর পৌরসভার দু’বারের সফল চেয়ারম্যান ছিলেন।